জাগৃতি

“জাগৃতি” মিশন কর্মসূচির সূচনা উদয়পুরের রাজর্ষি হলে

জাগৃতি মিশন কর্মসূচির সূচনা করলেন পরিবহনমন্ত্রী সুশান্ত চৌধুরী

জাগৃতি মিশন কর্মসূচির আয়োজিত অনুষ্ঠানে, উপস্থিত ছিলেন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, সুশান্ত চৌধুরী, শুক্লাচরণ নোয়াতিয়া, তিনজেলার বিধায়কসহ খাদ্য দপ্তর এবং পরিবহন দপ্তরের বিভিন্ন স্তরের আধিকারিক ও জেলা প্রশাসন এবং ত্রিস্তর পঞ্চায়েতের প্রতিনিধিরা। এছাড়াও উপস্থিত ছিলেন ত্রিপুরা হাইকোর্টের বিচারপতি অরিন্দম লোধসহ বিশিষ্টজনেরা।

ভোক্তা সুরক্ষা আইন, মাদকের অপব্যবহার এবং সড়ক দুর্ঘটনা সম্বন্ধে পরিবহন দপ্তর এবং খাদ্য দপ্তরের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয় এই সচেতনতা শিবির। উদয়পুরের রাজর্ষি টাউন হলে এই শিবিরকে কেন্দ্র করে সিপাহীজলা, দক্ষিণ জেলা এবং গোমতী জেলার বিভিন্ন কলেজের ছাত্র-ছাত্রীদের নিয়ে এক ইন্টার কলেজ কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। জাগৃতি মিশন কর্মসূচির অনুষ্ঠানে উপস্থিত হয়ে মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় তার ভাষণে বলেন শুধুমাত্র সরকার এবং প্রশাসন দিয়ে হবে না এর জন্য প্রয়োজন নিজেদের মধ্যে সচেতনতা গড়ে তোলা। তবেই ভোক্তা সুরক্ষা আইন এবং সড়ক সুরক্ষা সহ মাদকের অপব্যবহার রোধ করা সম্ভব। অনুষ্ঠানে অতিথিরা জেলার বিভিন্ন কলেজের ছাত্র-ছাত্রীদের মধ্যে হেলমেট বিতরণ করেন। জাগৃতি কর্মসূচির অনুষ্ঠানে মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়াও এ ধরনের সচেতনতামূলক কর্মসূচির গুরুত্ব তুলে ধরেন। মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন জেলা স্তরে এ ধরনের ইন্টার কলেজ প্রতিযোগিতা থেকে যারা বিজয়ী হবেন তারা আগামী ২৭ জানুয়ারি আগরতলার মূল অনুষ্ঠানে অংশ নেবেন।উদয়পুরের পর আগামী ১৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে কুমারঘাটে এই ধরনের প্রতিযোগিতামূলক কর্মসূচি। শুধু তাই নয় আগামী দিন রাজ্যের স্কুলগুলিতেও এ ধরনের সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হবে। বক্তাদের ভাষণ শেষে শুরু হয় মূল অনুষ্ঠান। কুইজমাস্টাররা নির্বাচিত ছাত্র-ছাত্রীদের বিভিন্ন প্রশ্ন করেন। ছাত্র-ছাত্রীরাও তার উত্তর দেন। শুধু তাই নয় কুইজমাস্টাররা দর্শকদের উদ্দেশ্যেও নানা প্রশ্ন ছুড়ে দেন। দর্শকরা তার সঠিক জবাব দিতে পারলে সঙ্গে সঙ্গেই তাদেরকে মূল্যবান উপহার দেওয়া হয়। অনুষ্ঠানকে কেন্দ্র করে রাজর্ষি টাউনহলে ছিল ছাত্র-ছাত্রী শিক্ষক-শিক্ষিকা এবং অভিভাবকদের উপচে পড়া ভীড়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *