ক্রীড়া মন্ত্রী টিংকু রায়ের সাংবাদিক সম্মেলন!
ক্রীড়া প্রতিভা অন্বেষনে টেলেন্টস সার্চ ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের উদ্যোগ নিল রাজ্য সরকার। আজ আগরতলার রাজ্য সরকারী অতিথিশালা সোনারতরীতে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে ক্রীড়া ও যুব বিষয়ক মন্ত্রী টিংকু রায় এ কথা বলেন। তিনি জানান, ১০ বছর থেকে ১৪ বছর বয়সী ছেলেমেয়েরা এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। ফুটবল, কবাডি, খো-খো এবং এথলেটিক্স এই চার বিভাগে হবে প্রতিযোগিতা। আগামী ১ লা ফেব্রুয়ারী থেকে ২৮ শে ফেব্রুয়ারী পর্যন্ত রাজ্যের ৫৮ টি ব্লককে চারটি জোনে বিভক্ত করে প্রথমে মহকুমা স্তরে, পরে জেলা স্তর ও রাজ্য স্তরের প্রতিযোগিতায় বাছাইকরা ক্রীড়া প্রতিভাদের আরও ভালো প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে বলে তিনি জানান।
মন্ত্রী টিংকু রায় জানান, এই টেলেন্ট সার্চ প্রতিযোগিতাকে কেন্দ্র করে আজ এখানে বৈঠক করা হয়। বৈঠকে ক্রীড়া মন্ত্রী ছাড়াও সব জেলার জেলা সভাধিপতি , আগরতলা পুর পরিষদের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, ক্রীড়া সচিব ডঃ প্রদীপ চক্রবর্তী জিমনাস্টিক কোচ বিশ্বেশ্বর নন্দী প্রমুখ উপস্থিত ছিলেন। মন্ত্রী টিংকু রায় জানান, গত ২ বছরে রাজ্যের ছেলেমেয়েরা জাতীয় ও আন্তর্জাতিক স্তরে ব্যপক সাফল্য অর্জন করেছে। প্রচুর পদক লাভ করেছে। এছাড়া জাতীয় গেমসে অংশগ্রহনকারীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান মন্ত্রী টিংকু রায়।