কমলপুরে

কমলপুরের জমি উদ্ধারে মরীয়া বামেরা?

কমলপুরে ঘুরে দাঁড়ানোর চেষ্টা বামেদের!

কমলপুরে এক যুব পদযাত্রার আয়োজন করেন ডি ওয়াই এফ আই এবং টি ওয়াই এফ; কর্মসংস্থানের দাবি, আইনের শাসন পুনঃ প্রতিষ্ঠা করা এবং নেশার বিরুদ্ধে এই তিনটি দাবী নিয়ে মঙ্গলবার ফুলছড়ি থেকে কমলপুর শহরের সিপিআইএম পার্টি অফিস পর্যন্ত পদযাত্রার করেন ডি ওয়াই এফ আই এবং টি ওয়াই এফ কমলপুর কমিটি। পদযাত্রা কমলপুরের ফুলছড়ি থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে শহরের সিপিআইএম পার্টি সামনে সমাপ্ত হয়ে জনসমাবেশ করা হয়।জনসমাবেশে বক্তব্য রাখেন ডি ওয়াই এফ আই রাজ্য কমিটির সম্পাদক নবারুন দেব, টি ওয়াই এফ রাজ্য কমিটির সভাপতি কৌশিক দেববর্মা, ডি ওয়াই এফ আই কেন্দ্রীয় কমিটির সদস্য মল্লিকা শীল সহ কমলপুর বিভাগীয় কমিটির নেতৃবৃন্দরা।পদযাত্রায় দলীয় কর্মী ও সমর্থকদের সমাগম ঘটে। জনসমাবেশে বক্তব্য রাখতে গিয়ে ডি ওয়াই এফ আই রাজ্য কমিটির সম্পাদক নবারুন দেব বলেন, দলমত নির্বিশেষে বেকারদের যোগ্যতা অনুযায়ী চাকরি চাই। ৫০ হাজার শূন্য পদ সরকার পুরন করছে না। প্রতি বছর পাঁচ হাজার কর্মচারী অবসরে যাচ্ছেন। নিয়োগ নেই। রাজ্যে টেট পরীক্ষায় পাশ করা, নার্স পাশ করা, ডাক্তারি পাশ করে বসে আছে নিয়োগ করা হচ্ছে না। নবারুন দেব বলেন, নেতারা রেগা কাজের টাকা খাচ্ছেন। গরীবরা কাজ পাচ্ছে না।