উত্তর পূর্বাঞ্চল

উত্তর পূর্বাঞ্চল পর্ষদের বৈঠক আয়োজনের জন্য প্রস্তুত আগরতলা

উত্তর পূর্বাঞ্চল পর্ষদের বৈঠকে আগত প্রতিনিধিদের স্বাগত জানাচ্ছে ত্রিপুরা।

উত্তর পূর্বাঞ্চল পর্ষদের ৭২তম প্লেনারি অধিবেশনকে ঘিরে নবরূপে সেজে উঠেছে রাজধানীর প্রজ্ঞাভবন। এছাড়া আগরতলার এম বি বি বিমানবন্দর থেকে শুরু করে উজ্জয়ন্ত প্রাসাদ, রাজ্য অতিথি শালা, সার্কিট হাউস এবং হোটেল পোলো টাউয়ারসহ সংশ্লিষ্ট প্রতিটি স্থানে চলছে জোর পর্যবেক্ষন। ঢেলে সাজানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থাও। প্রজ্ঞাভবনে শেষ তুলির টানে ব্যস্ত শিল্পীরা। আধিকারিকরা ক্ষতিয়ে দেখছেন সার্বিক প্রস্তুতি। দুদিনের অধিবেশনে ২০ ডিসেম্বর হোটেল পোলো টাওয়ারে হবে প্রাক কারিগরি অধিবেশন। মূল প্লেনারি অধিবেশন হবে ২১ ডিসেম্বর আগরতলার প্রজ্ঞাভবনে। এই প্লেনারি অধিবেশনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা উত্তর পূর্বাঞ্চল পর্ষদের চেয়ারম্যান অমিত শাহ, ডোনার মন্ত্রী জ্যোতিরাদিত্য এম সিন্ধিয়া, ডোনার মন্ত্রকের প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার এবং উত্তর পূর্বাঞ্চলের সমস্ত রাজ্যের রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীগণ সহ উত্তর পূর্বাঞ্চল পর্ষদের ২ জন সদস্য উপস্থিত থাকবেন। দুদিনের এই অধিবেশনকে সার্বিক সফল করতে রাজ্য প্রশাসনও প্রস্তুত। অতিথিদের আগমন শুরু হয়ে যাওয়ার ফলে আজ থেকেই ব্যস্ততম হয়ে উঠেছে মহারাজা বীর বিক্রম বিমানবন্দর। এদিকে বৈঠক উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আজ সার্বিক নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন রাজ্য পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন। তিনি জানান, এনইসি বৈঠক উপলক্ষে আজ থেকেই আগরতলা শহরের বিভিন্ন জায়গায় নিরাপত্তা কর্মীদের মোতায়েন করা হয়েছে। শহরে ছয় থেকে সাত হাজার নিরাপত্তা কর্মী মোতায়েন থাকবে বলে তিনি জানান। বিএসএফ-কে সীমান্ত এলাকায় নিশ্ছিদ্র নিরপত্তা ব্যবস্থা করার জন্যে বলা হয়েছে বলে তিনি জানান। উল্লেখ করা যেতে পারে, এনইসি-র প্লেনারি সেশনে পৌরহিত্য করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *