আগরতলা

‘আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজ’, উত্তর-পূর্বাঞ্চলের মধ্যে সর্বশ্রেষ্ঠ হবে!

আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজকে, উত্তর-পূর্বাঞ্চলের মধ্যে সর্বশ্রেষ্ঠ কলেজ বানানোর স্বপ্ন দেখছেন ডাক্তার মুখ্যমন্ত্রী!

আগরতলা প্রজ্ঞা ভবনে জাতীয় স্বাস্থ্য মিশনের অন্তর্গত ন্যাশনাল oral হেলথ প্রোগ্রাম ও ইন্ডিয়ান ডেন্টাল এসোসিয়েশন, ত্রিপুরা শাখার যৌথ উদ্যোগে আয়োজিত জাতীয় দন্ত চিকিৎসক দিবসের স্মৃতিচারণা অনুষ্ঠান ও ইন্ডিয়ান ডেন্টাল এসোসিয়েশন, ত্রিপুরা শাখার ২৩তম বার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন ডাক্তার মুখ্যমন্ত্রী মানিক সাহা।

ঐ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা বলেছেন আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজকে উত্তর-পূর্বাঞ্চলের মধ্যে সর্বশ্রেষ্ঠ কলেজ হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে। তিনি বলেন একজন চিকিৎসকের ভাবমূর্তি অন্যান্য মানুষদের ভালো কিছু করার লক্ষ্যে উৎসাহিত করবে। মুখ্যমন্ত্রী বলেন রাজ্য সরকার ডেন্টাল শিক্ষা এবং স্বাস্থ্য পরিচর্যায় বিশ্বব্যাপী উৎকর্ষ সাধনের লক্ষ্যে, সকলের জন্য মানসম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন ত্রিপুরার জন্য এটা গর্বের ব্যাপার যে ত্রিপুরার ২৮শতাংশ দন্ত চিকিৎসকরা সরকারি পরিষেবায় যুক্ত আছে। অথচ জাতীয় স্তরে তা রয়েছে মাত্র ২শতাংশ। তিনি বলেন বর্তমান সরকার দন্ত চিকিৎসাকে প্রাধান্য দিয়ে আগরতলা সরকারি ডেন্টাল কলেজের পরিকাঠামো উন্নয়নে কাজ করে চলেছে। মুখ্যমন্ত্রী বলেন তামাক ও তামাকজাত দ্রব্য ব্যবহারের কারণে বিভিন্ন দাঁতের ও মুখের রোগ দ্রুত বৃদ্ধি পাচ্ছে। তাই রাজ্য সরকারের পাশাপাশি সামাজিক সংস্থার সাথে অ্যাসোসিয়েশনকেও গণসচেতনতা সৃষ্টির জন্য উদ্ভাবনী ধারণা নিয়ে এগিয়ে আসতে তিনি পরামর্শ প্রদান করেন। মুখ্যমন্ত্রী বলেন রাজ্যে যেভাবে বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন হচ্ছে তাতে খুব শীঘ্রই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ে তোলার স্বপ্ন বাস্তবায়িত হয়ে যাবে। অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের সচিব কিরণ গিত্তে বলেন দন্ত চিকিৎসা মানুষের কাছে সহজলভ্য ও সাশ্রয়ই করার জন্য সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে চলেছে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের অধিকর্তা ডাঃ সঞ্জীব দেব্বর্মা, জাতীয় স্বাস্থ্য মিশনের মিশন অধিকর্তা ডাঃ শমিত রায় চৌধুরী, পরিবার কল্যাণ ও প্রিভিন্টিভ মেডিসিনের অধিকর্তা অঞ্জন দাস, আগরতলা সরকারি ডেন্টাল কলেজের অধক্ষা ডাঃ শালু রাই সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। স্বাগত ভাষণ রাখেন ইন্ডিয়ান ডেন্টাল এসোসিয়েশন, ত্রিপুরা শাখার সভাপতি ডাঃ এস এম আলী। অনুষ্ঠানে দন্ত চিকিৎসার ক্ষেত্রে নিজের বিশেষ অবদানের জন্য ডাঃ উৎপল চন্দকে সন্মাননা প্রদান করা হয়। তাছাড়া অনুষ্ঠানে স্মরণিকা ও প্রকাশ করা হয়।