আগরতলায়

আগরতলায় বি এস এফ এর সদর কার্যালয়ে রোজগার মেলা

আগরতলায় বি এস এফ এর সদর কার্যালয়ে,  ভারত সরকারের বিভিন্ন দপ্তরের নিয়োগ পত্র

আগরতলায় বি এস এফ এর সদর কার্যালয়ে আয়োজিত রোজগার মেলার অনুষ্ঠানে ভারত সরকারের বিভিন্ন দপ্তরে নিয়োগ পত্র নিলেন ত্রিপুরার ৩১১ জন যুবক যুবতী। তাদের প্রত্যেকের চোখে মুখে খুশীর ঝলক। কেউ পেয়েছেন বি এস এফে চাকরির নিযুক্তি পত্র। আবার কেউ পেয়েছেন সি আর পি এফ, সি আই এস এফ, আই টি বি পি, এস এস বি এবং আসাম রাইফেলস বাহিনীতে চাকরির নিযুক্তি পত্র। পোস্টাল ডিপার্টমেন্ট এবং এস বি আই’তেও নিযুক্তিপত্র পেয়েছেন ১৮ জন। আগরতলার শালবাগানস্থিত বি এস এফ’ র সদর কার্যালয়ে আজ সকালে রোজগার মেলার অনুষ্ঠানে তাদের হাতে নিয়োগপত্র তুলে দেয়া হয়। দেশের ৪৫ টি স্থানে আজ আগরতলায় এধরনের রোজগার মেলার মাধ্যমে ৭১ হাজার যুবক যুবতীকে নিয়োগ পত্র বন্টন করা হয়। দিল্লি থেকে ভার্চুয়ালি বোতাম টিপে এই রোজগার মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভার্চুয়াল অনুষ্ঠানে ছিলেন প্রধানমন্ত্রীর দপ্তরের মন্ত্রী জীতেন্দ্র সিংও। আগরতলার অনুষ্ঠানের উদ্বোধন করেন বি এস এফ’ র ত্রিপুরা ফ্রন্টিয়ারের আই জি এ কে শর্মা। উপস্থিত ছিলেন সি আর পি এফ’ র আই জি দর্শনলাল গোলাসহ বি এস এফ, সি আই এস এফ, এস এস বি, আসাম রাইফেলস ইত্যাদি বাহিনীর আধিকারিকরা। ছিলেন নতুন নিয়োগ প্রাপ্তদের অভিভাবক ও আত্মীয় পরিজনরাও। অনুষ্ঠানে এ কে শর্মা সহ আধিকারিকরা একে একে ৩১১ জন যুবক যুবতীর হাতে নিয়োগপত্র তুলে দেন। এ কে শর্মা নিয়োগ পত্র গ্রহণ কারীদের অভিনন্দন জানিয়ে বলেন, আত্মনির্ভর ভারত গঠনের স্বপ্ন পুরনে যুবকদের ভুমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ৩১১ জন নিয়োগ পত্র প্রাপকের মধ্যে ছিলেন আগরতলার সুভাষ নগরের দুই যমজ বোনও। উভয়েই সি আই এস এফ- এ নিযুক্তিপত্র পেয়েছেন। তারা একসাথে চাকরি পেয়ে দারুণ খুশী বলে জানান। এদিকে নিয়োগপত্র হাতে পেয়ে প্রত্যেকেই দারুণ খুশী বলে জানান। এধরণের মেলার মাধ্যমে বেকার যুবক যুবতীদের সরকারি চাকরির সুযোগ সৃষ্টি হওয়ায় তারা ভারত সরকার ও প্রধানমন্ত্রীকে ধন্যবাদও জানান ।